News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:47 PM
 212           
 0
 21 Mar 17, 11:47 PM

খালেদা জিয়ার সাথে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ.....

খালেদা জিয়ার সাথে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ.....

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪ টা ১৫ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন-পূর্ববর্তী সহায়ক সরকার, আগামী নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন