
নিউজ ডেস্ক : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সড়ক পরিবহন আইন দূর্ঘটনায় যারা জড়িত থাকবে তাদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন পাশ করব। যেটি ছিল জনগণের প্রত্যাশা, জাতির প্রত্যাশা সেই প্রস্তাব আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আমরা সড়ক পরিবহন আইন পাশ করতে পারব। সংসদে গৃহিত হবে। ইতিমধ্যেই খসড়া আইনটি তৈরী হয়েছে যা আগামী সপ্তাহে কেবিনেটে উত্থাপিত হবে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় মহাসড়কের বিপদজনক বাক পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।