News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:41 PM
 243           
 0
 21 Mar 17, 11:41 PM

তিন পার্বত্য জেলা পরিষদের কাছে সরকারি ৮৮ টি দপ্তর হস্তান্তর

তিন পার্বত্য জেলা পরিষদের কাছে সরকারি ৮৮ টি দপ্তর হস্তান্তর

নিউজ ডেস্ক : শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে এ পর্যন্ত তিন পার্বত্য জেলায় মোট ৮৮ টি বিভাগ বা দপ্তর স্ব স্ব জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয় শান্তি চুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী এর মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ৩০ টি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ৩০ টি এবং বান্দরবন পার্বত্য জেলা পরিষদে ২৮ টি বিভাগ বা দপ্তর হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দীঘিনালা ও মহোলছড়ি উপজেলায় মৎস্যজীবীদের ভিজিএফ এর আওতায় আনার সুপারিশ করা ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের ভবিষ্য তহবিলসহ পেনসন সুবিধা প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রীর সাথে আলোচনার সিদ্ধান্ত নেয়া, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করা হয়।

র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন