
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী নেপালের রাজধানীতে ২৩ মার্চ অনুষ্ঠেয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দিতে কাঠমুন্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুল ও ভারতের এভিডেন্স ফর পলিসি ডিজাইন-এর আমন্ত্রনে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরিন শারমিন চৌধুরী ‘নারী ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সংলাপে যোগদান করছেন।
সংসদের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান। ড. শিরিন শারমিন চৌধুরী কাঠমুন্ডু থেকে ২৪ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।