News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:02 PM
 264           
 0
 21 Mar 17, 11:02 PM

কুড়িগ্রামের রৌমারীতে একসাথে ৩ কন্যা সন্তানের জননী হলেন মমতাজ বেগম।।

কুড়িগ্রামের রৌমারীতে একসাথে ৩ কন্যা সন্তানের জননী হলেন মমতাজ বেগম।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারীতে মমতাজ বেগম (২৮) নামের ১  মা এক সঙ্গে ৩ কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তাদের নাম রাখা হয়েছে হাসি, খুশি ও নিশি। জন্মের পর ৩ সন্তান সুস্থ থাকলেও প্রসূতি মায়ের অবস্থা অবনতির দিকে গেলে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার যাদুরচর চাকতাবাড়ি গ্রামের দিনমজুর ঘরের মমতাজ বেগম ওই ৩ সন্তান জন্ম দেন। 

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যেল অফিসার (আরএমও) চিকিৎসক সাহাবুল বাশার জানান,এক সঙ্গে ৩ কন্যা সন্তান প্রসব করলেও নবজাতকরা সুস্থ্য আছে। তবে প্রসূতি মা'র অবস্থা নাজকু এবং রক্তক্ষরণ বন্ধ না হলে জরুরী ভাবে উন্নত চিকিৎসার জন্য মা ও নবজাতকদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন