News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:01 PM
 242           
 0
 21 Mar 17, 11:01 PM

বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও এত নেতাবন্দনা করা হয় না।। মানবাধিকারকর্মী সুলতানা কামাল

বাংলাদেশের মতো পৃথিবীর কোথাও এত নেতাবন্দনা করা হয় না।। মানবাধিকারকর্মী সুলতানা কামাল

নিউজ ডেস্কঃ বিশিষ্ট মানবাধিকারকর্মী ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে যত আবেগ দিয়ে নেতা-নেত্রীদের বন্দনা করা হয়,পৃথিবীর কোথাও এমন বন্দনা করা  হয় না। নেতা-নেত্রীদের বন্দনা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,দেখতে হবে জনগণ কেমন আছে। একটি দেশের একটি গোষ্ঠীও যদি মনে করে, তারা বৈষম্য, অবহেলা ও অসম্মানের মধ্যে বসবাস করে; তাহলে সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন উপলক্ষে বাংলাদেশ দলিত পরিষদ আয়োজিত জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন।

সুলতানা কামাল বলেন, আমরা এমন একটা জাতি; আমরা যত বেশি আবেগ দিয়ে দেশের কথা বলি, যত আবেগ দিয়ে নেতা-নেত্রীদের বন্দনা করি, পৃথিবীর কোথাও এত বন্দনার প্রয়োজন হয় না, করেও না কেউ। এটা কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। নেতাবন্দনার কোনো কারণ ঘটে না কোথাও। তিনি বলেন, আজকে আমরা নিজেদের বলছি উন্নয়নের মহাসড়কে হাঁটছি। সেই জায়গায় কিছু জনগোষ্ঠী কেন বোধ করবে তাদের জায়গাটা এ দেশে পাচ্ছে না। এ জায়গায় আমাদের বিরাট প্রশ্ন।

দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের কথা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, স্বাধীনতার এত বছর পরও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এ জন্য আমাদের আত্মসমীক্ষার ব্যাপার আছে। নিজেদের দিকে তাকানোর বিষয় আছে। কেন পারিনি, এ জন্য সৎ ও স্বচ্ছ বিশ্লেষণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাংসদ মমতাজ বেগম হোসনে আরা লুৎফা, রুস্তম আলী ফরাজি, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন