
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি। তিনি আরো বলেন, নদীমাতৃক বাংলাদেশে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম। ভূ-গর্ভস্থ পানির অত্যাধিক ব্যবহার, লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি। ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশুপালন, নৌ-চলাচল, বনায়নসহ জীববৈচিত্র্য পানির ওপর নির্ভরশীল। আমি আশা করি, দিবসটি পালনের মাধ্যমে পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধি পাবে। শেখ হাসিনা বলেন, সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হব। তিনি বিশ্ব পানি দিবস ২০১৭ উপলক্ষে নদীমাতৃক বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বর্জ্য পানি’ খুবই সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে বাণীতে উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়ারপো, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট, সিইজিআইএস ও আইডব্লিউএম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা এবং বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।প্রধানমন্ত্রী ‘বিশ্ব পানি দিবস ২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করেন ।