
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দের উজান চর ইউনিয়ন এলাকার সামসুদ্দিন মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন। আহত প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে। গোয়ালন্দ উপজেলা শিক্ষাঅফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন স্কুল সংক্রান্ত বিষয়ে কথা বলতে সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেনের বাসায় যান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার-২ মো. শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবর আলী এ সময় ওই প্রধান শিক্ষকের সঙ্গে ছিলেন।
তারা বাসার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন সহকারি শিক্ষা অফিসার-২ শাহিদুল ইসলামের উপর ক্ষুব্ধ হন। এতে দুই অফিসারের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন অকথ্য ভাষায় গালাগাল করে সহকারি শিক্ষা অফিসার-২ শাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে বাসা থেকে দ্রুত বের হয়ে যেতে বলেন।
এ সময় অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন অফিসার-১ কাজী সানোয়ার হোসেনকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন স্যার আপনারা ২ জনই অফিসার। এমন আচরণ করা আপনাদের ঠিক হচ্ছে না। এ কথায় সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেন প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের উপর ক্ষিপ্ত হন এবং সঙ্গে সঙ্গে তিনি ওই প্রধান শিক্ষকের মুখোমণ্ডলে একাধিক ঘুষি মারেন। পরে ওই প্রধান শিক্ষকে তিনি কাঠের বাটাম দিয়ে এলোপাথারি ভাবে পেটান। এতে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মারাত্মক ভাবে আহত হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি শিক্ষা অফিসার-১ কাজী সানোয়ার হোসেনের মোবাইলফোনে অনেক চেষ্টা করা হলেও তিনি ফোনকল গ্রহণ করেননি।