News71.com
 Bangladesh
 21 Mar 17, 10:40 PM
 228           
 0
 21 Mar 17, 10:40 PM

বগুড়ায় ১৬ মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান।। 

বগুড়ায় ১৬ মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান।। 

 

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে ১৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে ছোনকা উচ্চবিদ্যালয় মাঠে মল্লিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং ও পাওয়ার টাইম রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে এ পদক বিতরণ করা হয়। শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরপুর থানার ওসি খান মোঃ এরফান, পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ভাবনীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এমইসিএল চেয়াম্যান মিসেস সুইটি মল্লিক, প্রকৌশলী আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুরজ্জামান মিদুল প্রমুখ। বক্তরা বলেন, এ দেশে জঙ্গিদের আস্তানা গড়তে তুলতে দেওয়া হবে না। এ জন্য এখনই জঙ্গিদের নির্মূল করতে হবে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে টিভি কন্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন