
নিউজ ডেস্কঃ যানজটে অতীষ্ট শহরবাসীকে যন্ত্রণামুক্ত করতে ময়মনসিংহ জেলা প্রশাসন স্থানীয় পৌর পরিষদের সহায়তায় গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ শুরু করেছে। আজ মঙ্গলবার সকালে এ অভিযান শুরু হয়ে বিকেল অবধি চলে। শহরবাসী প্রশাসনের এমন উদ্যোকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সভায় শহরের যানজট প্রসঙ্গে আলোচনা হয়। আলোচনা হয় সড়কের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ নিয়ে। কিন্ত নানাবিধ কারণে এসব সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ হাতে নেওয়া হয়নি।
তবে সম্প্রতি পরিস্থিতি একেবারে অসহনীয় পর্যায়ে পৌছালে জেলা প্রশাসন যে কোনো মূল্যে সড়কগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এর আগে অবৈধ দখলদারদেরকে দখল ছেড়ে দিতে চিঠি ও মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয় পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার পূর্ব ঘোষণা মতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম এর নেতৃত্বে শহরের প্রধান সড়ক গাঙিনার পাড় ও স্টেশন রোডে অভিযান শুরু হয়। প্রশাসনের অভিযানের প্রস্তুতি দেখে ও আগাম খবর পেয়ে প্রধান সড়কের অবৈধ দখলদাররা সকালেই দখল ছেড়ে দেন। তবে প্রশাসন প্রধান সড়ক ছোয়া অলিগলিতেও অভিযান অভিযান চালিয়ে অবৈধ দোকান পাটের মালামাল জব্দ করেন। স্থানীয় ব্যবসায়ি এবং পথচারীরা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়ে এমন উদ্যোগ অবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।