News71.com
 Bangladesh
 21 Mar 17, 07:41 PM
 235           
 0
 21 Mar 17, 07:41 PM

পাসের হার বৃদ্ধির জন্যই প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে না।। হুসেইন মুহম্মদ এরশাদ

পাসের হার বৃদ্ধির জন্যই প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে না।। হুসেইন মুহম্মদ এরশাদ

 

নিউজ ডেস্কঃ জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পাসের হার বেশি করে দেখানোর জন্যই এখন শিক্ষা। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হচ্ছে না। এ প্লাসের হার বৃদ্ধি হলেও শিক্ষার গুণগত মান নিম্নমুখী। আজ মঙ্গলবার রংপুর লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, এখন এ প্লাসের ছড়াছড়ি। যারা এ প্লাস পাচ্ছে তারা কিছুই জানে না। পাসের হার বৃদ্ধির জন্য শিক্ষকদের চাপ দেওয়ার কথাও শোনা যায়। এ ধরনের শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংস করবে। মেধাশুন্য হয়ে পড়বে জাতি। আমরা এ ধরনের শিক্ষা ব্যবস্থা চাই না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে।তিনি বলেন, পাসের হার বৃদ্ধি দেখানোর জন্যই শিক্ষা নয়, গুণগত মান বৃদ্ধি সম্পন্ন শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। এরশাদ লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষা ভূয়সী প্রশংসা করেন।

জাপার চেয়ারম্যান আরও বলেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন। আমার সরকারের আমলে আমি এসব উন্নয়নে যে কাজ করেছি তা অন্য কোনো সরকারের আমলে হয়নি। জাতীয় পার্টির সরকারের ৯ বছরের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারত। কিন্তু এখন মানুষ বাড়িতেও নিরাপদ নয়। এ কারণে দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আর সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরে তিনি লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন