News71.com
 Bangladesh
 21 Mar 17, 06:11 PM
 250           
 0
 21 Mar 17, 06:11 PM

ফতুল্লা ও ডেমরায় অভিযানে নারীসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার।।

ফতুল্লা ও ডেমরায় অভিযানে নারীসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ অপহরণের পর জিম্মি করে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইলিংসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ সদস্যের ১ প্রতারক চক্রকে গ্রেফতার র্যা ব-১১। চক্রটি গত ৭ থেকে ৮ বছর ধরে ঢাকাসহ নারায়ণগঞ্জের আশেপাশের এলাকায় এ  ধরণের অপকর্ম চালিয়ে আসছিল।

আজ মঙ্গলবার বিকেলে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ আদমজী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আজ মঙ্গলবার ভোরে ফতুল্লা ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার রুহুল আমিনের মেয়ে সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০), গাজীপুর জয়দেবপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে নিলা বেগম (৩৮), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ এলাকার তারা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে সাগর, পটুয়াখালী দশমিনা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. মাহবুব হাওলাদার (৩৬), চাঁদপুর হাজীগঞ্জ এলাকার মো. কুদ্দুস খাঁর ছেলে মো. ইসমাইল (২৩), নোয়াখালীও সেনবাগ এলাকার মৃত সেকান্দারের ছেলে মো. সেলিম (৩২)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন