News71.com
 Bangladesh
 21 Mar 17, 05:58 PM
 247           
 0
 21 Mar 17, 05:58 PM

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন।।  

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন।।   

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে গতকাল সোমবার রাত ১২টার দিকে আগুন দিয়েছে দুর্র্র্বৃত্তরা। আগুনে বিদ্যালয় ভবন পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা খাতুন। তিনি জানান, পরিত্যক্ত পুরাতন ভবনটি আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয়া হয়েছে। পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি জানান, গতকাল সোমবার রাত ১২টার দিকে তার বিদ্যালয়ের পুরাতন পরিত্যক্ত ভবনে হঠাৎ করে আগুন লেগে যায়। মানুষের ডাক-চিৎকারে তিনিও বিদ্যালয়ে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে টিনসেটের ১৬ ফুট দৈর্ঘ্য ৮ ফুট প্রশস্তের ঘরটি রক্ষা করা যায়নি। এতে ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন