News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:56 AM
 239           
 0
 21 Mar 17, 11:56 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা কামাল আটক।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা কামাল আটক।।

 

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়ার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আটক ওই শিবির নেতার নাম কামাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা শিবিরের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ বিভাগের মাস্টার্সের ছাত্র।

ইবি থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামালকে  আটক করা হয়েছে। এখন তিনি কুমারখালি পুলিশ কর্মকর্তার অধীনে। কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে- এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, কোথা থেকে আটক করা হয়েছে- এটা বড় কথা নয়, তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। এদিকে, কুমারখালি থানার ওসি বলেন, আমরা তাকে আলাউদ্দিননগর নামক স্থান থেকে ৬৫ জনের সঙ্গে আটক করেছি। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে ২ টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসের এক শিক্ষার্থীকে আটকের ব্যাপারে আমি অবগত আছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন