
নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার জোরাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল, গুলি ও মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অজমনগর গ্রামের নাহার ডেইরি প্রকল্পের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
ফেনীর র্যারব ৭ এর কম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জোরারগঞ্জের অজমনগর গ্রামের নাহার ডেইরি প্রকল্পের পাশে তল্লাশি করে ছাগলনাইয়ার মধ্যম মটুয়া গ্রামের আন্তঃজেলা ডাকাত আব্দুল কাদের (৩৬), জানে আলম (২৫), এনামুল হক (৩৬) এবং মো. জানে আলম চৌধুরী সোহেলকে (২৩) আটক করা হয়।
আটককৃতদের শরীর ও ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে ১ টি বিদেশি পিস্তল (ইউএসএ)১ টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি, ১ টি খালি খোসা, ২ টি বড় ছোরা, ১ টি রামদা, ১ টি রক্তমাখা স্ট্যাম্প, ১১ হাজার ৬২৭ টাকা, মোটর ড্রাইভিং লাইসেন্স, ১ টি ন্যাশনাল আইডি কার্ড এবং ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।