News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:14 AM
 222           
 0
 21 Mar 17, 11:14 AM

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু।।

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর জেলার টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ১ মানসিক প্রতিবন্ধী ব্যক্তির (৬০) মুত্যু হয়েছে। নিহতের পরনে গ্রামীণ চেকের লুঙ্গি ও বিস্কিট রংয়ের পাঞ্জাবি রয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টায় টঙ্গীর মধুমিতা এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সকালে টঙ্গীর মধুমিতা এলাকায় ফজরের নামাজ আদায় করে ওই মানসিক প্রতিবন্ধী  ব্যক্তি রেললাইনে পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।   খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন