News71.com
 Bangladesh
 21 Mar 17, 11:04 AM
 206           
 0
 21 Mar 17, 11:04 AM

নাটোরের কাদিম সাতুরিয়ায় মশার কয়েলের আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই।।

নাটোরের কাদিম সাতুরিয়ায় মশার কয়েলের আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই।।

নিউজ ডেস্কঃ নাটোর সদর উপজেলার কাদিম সাতুরিয়া গ্রামের এক বাড়িতে গোয়াল  ঘরে জ্বালানো কয়েল থেকে থেকে লাগা আগুনে ৪ টি পরিবারের ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্তরা হলেন-ওই গ্রামের গণেশ নাথ মণ্ডলের ছেলে নিখিল চন্দ্র মণ্ডল, পরেশ চন্দ্র মণ্ডল, সন্দীপ কুমার মণ্ডল ও মৃত নরেশ কুমার মণ্ডলের ছেলে বিলাস কুমার মণ্ডল।

নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন জানান, রাতে নিখিলের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ৮ টি বসতঘর ও ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন