
নিউজ ডেস্ক : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে ৫১ লাখ ৯২ হাজার ৬শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।সোমবার (২০ মার্চ) রাত ৮ টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দেবহাটার কুলিয়া পাকা রাস্তার উপর থেকে ট্রাকভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬শ টাকার মালামাল জব্দ করা হয়েছে।এসব মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নতমানের ২শ’ টি শাড়ি, ৮শ’ ২৩ পিস থ্রিপিস, ১শ’ ৭০ বোতল ফেন্সিডিল, ১শ’ ৪৪ কেজি চা পাতা ও ২শ’ ৫০ কেজি সুপারি। তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।