News71.com
 Bangladesh
 20 Mar 17, 11:43 PM
 264           
 0
 20 Mar 17, 11:43 PM

‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন'।। ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন'।। ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

নিউজ ডেস্ক : ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। আগে পেছন পেছন ছিলাম। এখন একসঙ্গেই আছি। আমরা অবশ্যই শান্তিতে ও সংহতিতে ভালো প্রতিবেশী হিসেবে সব সময় একে অন্যের পাশে থাকবো। সোমবার (২০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ১৯৭১ সালের বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশি মুক্তিযোদ্ধারা এক সঙ্গে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্যে একসাথে রক্ত দিয়েছিলেন। ওইটা ছিল সব ভারতীয়দের জন্যে মহান গর্বের মুহূর্ত। 

‘আপনাদের সোনার বাংলার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন। বাংলাদেশের উন্নয়নের জন্যে ভারত আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা অবশ্যই শান্তিতে ও সংহতিতে ভালো প্রতিবেশী হিসেবে সব সময় একে অন্যের পাশে থাকবো। প্রধামন্ত্রী শেখ হাসিনা প্রথম অফিসিয়াল ভিজিটে ভারত যাচ্ছেন। সর্বশেষ ২০১০ সালে তিনি ভারত সফরে গিয়েছিলেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বলেছিলেন-‘হাম পাস পাস থে। আব হাম সাথ সাথ ভি হে। প্রতিবেশী হিসেবে আমরা একসঙ্গেই আছি।’

ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (আইটেক) প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানটি আয়োজন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানের শুরুতেই দু'দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করে সুরের ধারা; যাদের সবাই ভারত থেকে সঙ্গীতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিকেল ৫ টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তফা কামালমহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা, আইসিসিআর এর প্রাক্তণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, আইটেক ও আইসিসিআর এর প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা দুই-দেশের মধ্যে সেতুবন্ধন। গত চার বছরে প্রায় ১ হাজার ২শ’ বাংলাদেশের সরকারি কর্মকর্তা ভারতে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে ডিস্ট্রিক্ট কমিশনার (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসাররাও (ইউএনও) প্রশিক্ষণ নিয়েছেন। আপনারা যাদের ডিসি বলেন, আমরা তাদের ডিএম বলি। এই ডিসি এবং ডিএম মিলে আলোচনা করে দু’দেশের অনেক সমস্যার সমাধান করেন।

আইসিসিআর এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য ভারত যান। যা গঠন করেছিলেন মওলানা আবুল কালাম আজাদ। ক্রিকেট সম্পর্কে ভারতের হাইকমিশনার বলেন, রোববার (১৯ মার্চ) বাংলাদেশের টাইগাররা শততম টেস্ট জয় এনেছে। বাংলাদেশ দ্রুত ক্রিকেটে উন্নতি করছে। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এএইচএম মুস্তফা কামাল প্রথমেই ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন