
নিউজ ডেস্কঃ ভারতের উদ্যোগে ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণে বাংলাদেশের অংশগ্রহণে সম্মতি জানিয়েছে মন্ত্রিসভা। এজন্য আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব রিপাবলিক অব ইন্ডিয়া অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ কনসার্নিং টু অরবিট ফ্রিকোয়েন্সি কো-অর্ডিনেশন অব সাউথ এশিয়া স্যাটেলাইট প্রোপোজড অ্যাট ৪৮ ডিগ্রি ইস্ট’ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সার্কসহ আশেপাশের কয়েকটি দেশ মিলে সাউথ এশিয়া স্যাটেলাইট নামে একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, সেটা ভারতের উদ্যোগে করা হবে। ইতোমধ্যে নেপাল, ভূটান, ইন্দোনেশিয়াসহ অনেকদেশ এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছে।
শফিউল আলম বলেন, আমাদের মন্ত্রিসভা এই স্যাটেলাইট কার্যক্রমে অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ হবে তার কার্যক্রমে এই স্যাটেলাইট বাধাগ্রস্ত করবে না। তিনি আরো বলেন, এটার (সাউথ এশিয়া স্যাটেলাইট) লোকেশন অনেক দূরে। একটা (বঙ্গবন্ধু স্যাটেলাইট) ১১৯ ডিগ্রি ইস্ট (পূর্বে), আরেকটা (সাউথ এশিয়া স্যাটেলাইট) ৪৮ ডিগ্রি ইস্ট। শর্ত দেওয়া হয়েছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটকে যেন কোনো কারণে ইন্টারফেয়ার না করে।