News71.com
 Bangladesh
 20 Mar 17, 11:02 PM
 270           
 0
 20 Mar 17, 11:02 PM

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ পরীক্ষার্থীকে মেধাক্রমে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ পরীক্ষার্থীকে মেধাক্রমে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

 

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ জন পরীক্ষার্থীর মেধাক্রম প্রণয়ন ও তার ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার (২০ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খায়রুল আলম।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত ১২৫ জন হাইকোর্টে রিট দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন