News71.com
 Bangladesh
 20 Mar 17, 11:00 PM
 255           
 0
 20 Mar 17, 11:00 PM

ফটিকছড়িতে নামাজরত অবস্থায় পীরকে ছুরিকাঘাত ।।

ফটিকছড়িতে নামাজরত অবস্থায় পীরকে ছুরিকাঘাত ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নামাজরত অবস্থায় ১ পীরকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে গুরুতর আহত ওই পীরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলার পাইন্দং ইউনিয়নের আশরাফাবাদ দরবার শরিফে আজ সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে। আহত ওই পীরের নাম হাফেজ শাহ আলম নঈমী (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইন্দং করবল্লাহ টিলায় অবস্থিত আশরাফাবাদ দরবার শরিফের সাজ্জাদানশিন হাফেজ শাহ আলম নঈমী মাজারের মসজিদে মাগরিবের নামাজের ইমামতি করছিলেন। এসময় পেছন থেকে ১ যুবক তার পিঠে ছুরিকাঘাত করে। পরে মুসল্লিরা হামলাকারী যুবক ছালাউদ্দিনকে (২৭) আটক করে।

খবরটি ছড়িয়ে পড়লে পীরের ভক্তরা সেখানে ভিড় জামায়। হামলাকারীকে গণপিটুনি দেয়া হয়েছে। আহত পীরকে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে পীরের ভক্তদের বাধার সম্মুখীন হয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবক একই ইউনিয়নের পাইন্দং গ্রামের মিয়াজি বাড়ির নুর মুহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংখ্যায় চারজন ছিল। বাকিরা পালিয়ে যায়। স্থানীয়দের ধারনা মাজারের জায়গা-জমির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউছুফ মিয়া বলেন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন