News71.com
 Bangladesh
 20 Mar 17, 09:17 PM
 275           
 0
 20 Mar 17, 09:17 PM

লালমনিরহাট সীমান্তে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজে বিএসএফ'র বাধা।। 

লালমনিরহাট সীমান্তে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজে বিএসএফ'র বাধা।। 

নিউজ ডেস্কঃ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তের ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে তীর সংরক্ষন কাজে বিএসএফ বাঁধা প্রদান করায় তাদের সাথে পতাকা বৈঠক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)। আজ সোমবার দুপুরে মোগলহাট এলাকার বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে ঘণ্টাব্যাপী এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, গত ১৭ তারিখে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পার্শ্বে চলমান নদীর তীর সংরক্ষণের কাজে বিএসএফ বাধা দিয়ে কাজটি বন্ধ করে রাখে। পরে ১৫-বর্ডার গার্ডের পক্ষ থেকে ভারতীয় বিএসএফ-এর নিকট পতাকা বৈঠক এর আহবান করেন বিজিবি। এতে বিএসএফ সাড়া দিলে আজ সোমবার দুপুরে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: গোলাম মোর্শেদ সহ ৬ সদস্যের ও ভারতের ১২৪ ব্যাটালিয়ন (বিএসএফ) এর উপ-অধিনায়ক শ্রী কমল ভাগাত এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো: গোলাম মোর্শেদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, বিএসএফ তাদের উর্ধ্বতন দপ্তরকে অবহিত করে যথাশীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়াও বৈঠকে সীমান্তে উভয় দেশের নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত পিলার মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় কমান্ডার একমত পোষণ করেছেন বলেও জানান ১৫ বিজিবি’র ওই র্শীষ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন