News71.com
 Bangladesh
 20 Mar 17, 08:44 PM
 288           
 0
 20 Mar 17, 08:44 PM

জনগণের চাহিদা সম্পর্কে সর্বদা সজাগ থাকতেন বঙ্গবন্ধু ।। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

জনগণের চাহিদা সম্পর্কে সর্বদা সজাগ থাকতেন বঙ্গবন্ধু ।। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশের জনগণের চাওয়া পাওয়া সম্পর্কে সর্বদা সজাগ থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষের জন্য বঙ্গবন্ধুর মানবতাবোধ ছিল প্রবল, যা সবসময় তাঁর চিন্তায়, চেতনায় ও কর্মে প্রকাশ পেয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি দরিদ্র জনগোষ্ঠির কথা চিন্তা করে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করেছিলেন।আজ সোমবার (২০ মার্চ) সকাল ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে জবি শিক্ষক সমিতি আয়োজিত ‘ঐতিহাসিক মার্চ ১৯৭১ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম প্রমুখ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন