
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে হোম ইকোনমিক্স শিক্ষা অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আজ সোমবার (২০ মার্চ) ‘ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে’ উপলক্ষ্যে প্রদত্ত্ব এক বাণীতে তিনি এ কথা বলেন। হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে ‘ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে’ পালিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমি এ উপলক্ষে সংগঠনটির সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হোম ইকোনমিক্স শিক্ষা-স্বাস্থ্যকর ও টেকসই জীবন ধারা নিশ্চিতকরণ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও তিনি মনে করেন। বিশেষত: সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এ বছরের প্রতিপাদ্যটি প্রত্যক্ষভাবে প্রাসঙ্গিক।
প্রধানমন্ত্রী বলেন, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফেডারেশন অভ হোম ইকোনমিক্স প্রতিবছর ২১ মার্চ দিনটি পালন করে থাকে। হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশের উদ্যোগে এই প্রথম এ দিবস পালিত হতে যাচ্ছে। তিনি বলেন, এ দিবস পালনের মাধ্যমে বাংলাদেশে হোম ইকোনমিক্স শিক্ষাকে বেগবান করবে বলে তিনি বিশ্বাস করেন। জাতিসংঘ ঘোষিত এসডিজি’র ১৭ টি লক্ষ্যের মধ্যে ১০ টি লক্ষ্য অর্জনে হোম ইকোনমিক্স শিক্ষা প্রত্যক্ষ অবদান রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হোম ইকোনমিক্স শিক্ষা ব্যবস্থায় রয়েছে জীবনধারনের মৌলিক চাহিদা পূরণ, টেকসই সুবিধাদি গ্রহণের মাধ্যমে জীবন মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন। তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।