
নিউজ ডেস্কঃ মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ মুক্তিযোদ্ধাসহ ২জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাউসদি বাজারে ইজিবাইকের চাপায় রহিমা বেগম (৫৫) নামে ১ গৃহবধূ নিহত হয়েছেন।
এদিকে একই দিন সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার উকিলবাড়ি নামক এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় এসকেন্দার খান (৬৫) নামে ১ মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পাড় হয়ে বাড়ি ফিরছিলেন। নিহত মুক্তিযোদ্ধা ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার মৃত রহিম খানের ছেলে।