News71.com
 Bangladesh
 20 Mar 17, 07:30 PM
 208           
 0
 20 Mar 17, 07:30 PM

কুমিল্লায় সিএনজি-পিকআপের সংঘর্ষ নিহত ২.....  

কুমিল্লায় সিএনজি-পিকআপের সংঘর্ষ নিহত ২.....   

 

নিউজ দেস্কঃ কুমিল্লায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। এ সময় স্কুল ছাত্রসহ আহত হয়েছে আরও ৫ জন। আজ সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর মিল গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, রামপুর এলাকায় ময়নামতি থেকে কংশনগরগামী ১ টি সিএনজি চালিত অটোরিক্সার সাথে কুমিল্লাগামী ১ টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক বুড়িচং উপজেলার গণেশপুর গ্রামের মহরম আলীর ছেলে আবদুল খালেক (৫৫) এবং সিএনজির যাত্রী একই উপজেলার এতবারপুর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মিজান (৩৪) নিহত হয়। ওই দুর্ঘটনায় আহত হয়েছে নিহত মিজানের ভাই রাশেদ এবং একই গ্রামের স্কুল ছাত্র আসিফ। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুস সালাম জানান, দুপুরের দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি ২ টি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন