
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩-১৪ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীসহ ১৪ জন। এর মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয়ের আওয়াতাধীন মেডিকেল কলেজের শিক্ষার্খী। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার প্রধান এস এম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আওয়াতাধীন যেসকল শিক্ষার্থী ২০১৩ ও ২০১৪ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছেন এরকম ১৪ জনের নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরে তারা এই ১৪ জনকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করেন।
এ পদকে ভূষিতরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের মো.জাহেদ উল্লাহ, বিজ্ঞান অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের নিশিতা আইভি, সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মাহমুদা আকতার খানম, ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অদিতা বড়ুয়া, জীব বিজ্ঞান অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোহাম্মদ তোহা আকবর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিজবাহ-উল হক, কলা ও মানববিদ্যা অনুষদের আরবি বিভাগের মো.রবিউল হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের মাসুদা আকতার, ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিরাজুম মুনিরা নিরা, আইন অনুষদের মো. খালেদ মিয়া, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের সোহানা আল সানজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মো. মোহাইমিনুল ইসলাম, মেডিকেল কলেজ থেকে সামিয়া চৌধুরী ও মো.নুর-ই-আজম।