
নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক দূর্ঘটনায় আমিরুল ইসলাম (২২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এসময় জসিম উদ্দিন নামে অপর এক হেলপার আহত হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) বিকেল ৪ টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসীপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিরুল উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের আসাব আলীর ছেলে। আহত জসিম উদ্দিন একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বিকেলে খলসীপাড়া এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের অপর হেলপার জসিম উদ্দিন গুরুত্বর আহত হন। বর্তমানে জসিমকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।