
নিউজ ডেস্ক : পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।আজ সোমবার (২০ মার্চ) এ বিষয়ে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।
তার অনুপস্থিতিতে আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে রোববার (২৬ মার্চ) পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান বলেন, পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে তিনি (প্রধান বিচারপতি) ভারতে যাচ্ছেন।