
নিউজ ডেস্কঃ নাশকতা পরিকল্পনার অভিযোগে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা ও এর আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান।
আটককৃতদের মধ্যে ১২ জন কর্মকর্তা-কর্মচারী ও ১৪ জন নিরাপত্তা কর্মী রয়েছে। এদের মধ্যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপক মো. জাকারিয়া, কর্মকর্তা মো. তামিম, ইসমাইল হোসেন এবং নিরাপত্তা কর্মী জয়নাল ফকির, রমজান ফকির, আব্দুল বাতেন, জাহিদুল ইসলাম, পিয়ার আহমেদ, দ্বীন ইসলামের নাম জানা গেছে। এরা জামায়াতে ইসলাম ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে ওসি আমির হোসেন আমাদেরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এরা নাশকতার পরিকল্পনা করছিল।