News71.com
 Bangladesh
 20 Mar 17, 07:07 PM
 212           
 0
 20 Mar 17, 07:07 PM

কুমিল্লায় কাউন্সিলর প্রার্থীর দেওয়া টাকা ভাগাভাগি নিয়ে ১ লাথিতে নিহত ১।।

কুমিল্লায় কাউন্সিলর প্রার্থীর দেওয়া টাকা ভাগাভাগি নিয়ে ১ লাথিতে নিহত ১।।

নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর দেওয়া টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার এক পর্যায়ে লাথিতে কুমিল্লা শহরের কাটাবিল এলাকার খোরশেদ আল (৬০) নামের ১ চাল ব্যবসায়ী মারা গেছেন। নিহত খোরশেদ আলম ৪ মেয়ে ও ১ ছেলের জনক। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, নির্বাচনে খরচের জন্য নগরীর ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ৫০০ টাকা দেন হারুন নামের ১ ভোটারকে। সেই টাকা থেকে ২০০ টাকা চেয়েছিলেন নিহত খোরশেদ আলম। টাকা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে খোরশেদ আলমের বুকের  মাঝখানে হারুন লাথি মারলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। এ অবস্থায় খোরশেদ আলমকে নড়তে চড়তে না দেখে এলাকার লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে পরিবারের লোকজনের কাছে জানতে পারলাম হারুন ও তার ছেলে তানিমের সাথে টাকা নিয়ে ঝগড়া হয়েছে। খোরশেদ আলমের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন