News71.com
 Bangladesh
 20 Mar 17, 06:54 PM
 189           
 0
 20 Mar 17, 06:54 PM

দিনাজপুরের কথিত পীর ও তার পালিত কন্যা রূপালীর মূল খুনিকে র‍্যাবের জালে আটক....

দিনাজপুরের কথিত পীর ও তার পালিত কন্যা রূপালীর মূল খুনিকে র‍্যাবের জালে আটক....

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা রূপালী বেগমের মূল হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র্যাাব-১৩-এর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে র্যা্ব জানায়, ফরহাদ ও রূপালীর মূল হত্যাকারী মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে (২৮) আজ ভোরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা জয়মনিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বোচাগঞ্জে।

র্যা ব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, ফরহাদ ও রূপালী খুনের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যা ব। এই হত্যার ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন