
নিউজ ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা রূপালী বেগমের মূল হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র্যাাব-১৩-এর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে র্যা্ব জানায়, ফরহাদ ও রূপালীর মূল হত্যাকারী মো. শফিকুল ইসলাম ওরফে বাবুকে (২৮) আজ ভোরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার সীমান্তবর্তী এলাকা জয়মনিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বোচাগঞ্জে।
র্যা ব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, ফরহাদ ও রূপালী খুনের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যা ব। এই হত্যার ঘটনায় ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়।