
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মীলিত গণতান্ত্রিক জোট। আজ সোমবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার জন্য বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন তাদেরকে কোনো মামলা বা অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে যত বাঁধা তার সবই করছে পুলিশ ও সরকার পক্ষের কর্মীরা।’
তিনি বলেন, ‘আমরা আগে থেকে বলে আসছি, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যিনি ছাত্র অবস্থায় ছাত্রলীগের ক্যাডার ছিলেন। যিনি খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা যায়, এটা পাগলেও বিশ্বাস করবে না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘আপনি শান্তি চান নাকি সংঘাত চান? যদি শান্তি চান তাহলে জনগণের অধিকার ফিরিয়ে দিন। আধিকার ফিরে পেতে আলোচনার বিকল্প নেই। এ সুযোগ বারবার আসবে না। যদি সময়মতো আলোচনা না করেন. মানুষ স্বেচ্ছায় তার অধিকার আদায় করে নেবে।’
মানববন্ধনে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, জাতীয়িতাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।