News71.com
 Bangladesh
 20 Mar 17, 01:37 PM
 232           
 0
 20 Mar 17, 01:37 PM

প্রয়াত রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।।

প্রয়াত রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।।

 

নিউজ ডেস্কঃ প্রয়াত রাষ্ট্রপতি, বর্ষীয়ান রাজনীতিক, ভাষাসৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমান ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মো. জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মেহের আলী মিঞা ছিলেন প্রখ্যাত আইনজীবী এবং তৎকালীন ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়্যারম্যান ও জেলা বোর্ডের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রিধারী জিল্লুর রহমান বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণআন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন।চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ৮টায় বনানী কবরস্থানে মো. জিল্লুর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ। একইদিন বাদ আছর প্রয়াত মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল হবে। মিলাদে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীরা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন