News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:39 PM
 232           
 0
 19 Mar 17, 10:39 PM

ভোলায় ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করায় বেল্লাল নামে ১ যুবক আটক।।

ভোলায় ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করায় বেল্লাল নামে ১ যুবক আটক।।

 

নিউজ ডেস্কঃ ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করায় ভোলার বোরহানউদ্দিনের টবগী এলাকা থেকে আজ রবিবার দুপুরে বেল্লাল হোসেন (৩৫) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। তিনি তজুমদ্দিনের শম্ভুপুর উপজেলার ইন্দ্র নারায়নপুর গ্রামের আবদুল মতলব হাওলাদারের ছেলে। বেল্লাল হোসেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম সিকদার জানান, বেল্লাল হোসেন ফেসবুকে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী লেখা পোস্ট করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার তিনি ভোলার ২ সংসদ সদস্যের  ছবিতে কটুক্তি করে। খবর পেয়ে আজ রবিবার স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিনের টবগী এলাকা থেকে পুলিশ বেল্লাল হোসেনকে আটক করে। এ সময় বেল্লাল নিজেকে ভোলা সদরের পশ্চিম ইলিশা জামে মসজিদের ইমাম বলে দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন