
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে আটক শতবর্ষী আব্দুল্লাহহিল বাকীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রউফের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত অনুযায়ী তাকে ঢাকায় অবস্থান করতে হবে এবং মামলার নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। আজ রবিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সাইদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন মো. আব্দুর রউফ ও অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান। এ সময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু আদালতে উপস্থিত ছিলেন।
পরে এ ব্যাপারে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের বলেন, আব্দুল্লাহহিল বাকীর বয়স ১০০ বছরের উপরে। শারীরিকভাবেও অসুস্থ। এই কারণ দেখিয়ে আসামি পক্ষ জামিন আবেদন করলে আদালত তা বিবেচনায় নিয়ে একজন আইনজীবীর (মো. আব্দুর রউফ) জিম্মায় তাকে জামিন দিয়েছেন। উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৭ মার্চ দুপুরে আব্দুল্লাহহিল বাকী’র বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে গুরুতর অসুস্থ থাকায় তাকে অলিপুরের ওই বাড়িতে পুলিশ পাহারায় রাখা হয়েছিল। আজ রবিবার ট্রাইব্যুনালে তাকে হাজির করার জন্য পুলিশের একটি দল গতকাল শনিবার রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসে। আজ আদালতে তাকে হাজির করা হলে বয়স বিবেচনায় বাকীকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত।আব্দুল্লাহহিল বাকী ১৯৭১ সালে শান্তি কমিটির সাতক্ষীরার সেক্রেটারি পদে ছিলেন। তার দুই স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী শাজেদা বেগম বেঁচে আছেন। তবে তিনিও অসুস্থ। ২ স্ত্রীর ঘরে ৯ জন মেয়ে ও ৩ জন ছেলে রয়েছে তার।