News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:35 PM
 228           
 0
 19 Mar 17, 10:35 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত পরিচয় ১ যুবকের মাথাবিহীন গলিত লাশ উদ্ধার।।  

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত পরিচয় ১ যুবকের মাথাবিহীন গলিত লাশ উদ্ধার।।   

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত পরিচয় ১ যুবকের (৩০) হাত-পা মাথা বিহীন গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকেলে পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা কেশরখালি ব্রিজের নিচের কচুরিপানা ভরা খাদ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের পরণে ছিল চামড়ার বেল্টসহ ঘি রঙের জিন্সের প্যান্ট ও গায়ে ছিল পীত রঙের গেঞ্জি।

রায়গঞ্জ থানার এসআই এবি সিদ্দিক জানান, লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা সংবাদ দেয়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, সম্ভবত মাস খানেক আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন