
নিউজ ডেস্কঃ সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা কোন প্রকার জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। দূতাবাসের একটি সূত্র আমাদেরকে জানান,এই মাসের শেষের দিকে এই বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ঘোষণার পর থেকে ৩ মাস এই সুযোগ থাকবে বলে জানা গেছে।
সূত্র আরো জানায়, সৌদি বাদশার এই সাধারণ ক্ষমায় বৈধ হওয়ার সুযোগ নাই শুধু মাত্র দেশে ফেরার জন্য প্রযোজ্য হবে। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা আসছে এমন খবর গত কয়েকমাস থেকে শুনা যাচ্ছিলো। আগামী ২৯মার্চ থেকে সেটা বাস্তবায়িত হবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।