News71.com
 Bangladesh
 19 Mar 17, 06:18 PM
 212           
 0
 19 Mar 17, 06:18 PM

যশোর জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাইফুজ্জামান পিকুল

যশোর জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাইফুজ্জামান পিকুল

নিউজ ডেস্ক : যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান পিকুল। দলীয় সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন চূড়ান্ত করেছেন। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৬ এপ্রিল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং প্রতীক বরাদ্দ ৩০ মার্চ।

আসন্ন উপনির্বাচনে যশোরের আট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বর-সংরক্ষিত মহিলা মেম্বারসহ ১ হাজার ৩৩২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষণা করলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নেতাদের দলীয় মনোনয়ন পেতে আবেদন করতে বলা হয়।

যশোর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন শাহ হাদিউজ্জামান। শপথ গ্রহণের পরে গত ১৯ ফ্রেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ আবদুল খালেক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন