
নিউজ ডেস্কঃ জেএমবি সদস্য সন্দেহে পিরোজপুর ও ঝালকাঠি থেকে কলাপাড়ায় আসা ৪ জনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে ধাওয়া করে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মৃত ইলিয়াস খানের ছেলে মো. বাবুল খান (৪৫) ও মো. শাহবুদ্দীনের ছেলে আক্তার শাহাবুদ্দিন পাপ্পু (২৮) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গুলিসাখালী এলাকার নীলকান্ত শিকদারের ছেলে মিলন শিকদার (২৮), আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৩০)। ৪ জন বর্তমানে পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,আজ রবিবার সকালে থানা কমপ্লেক্সের নিকটবর্তী খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে বসে আটকৃত ৪ জন সন্দেহজনক ভাবে ঐক্যবদ্ধ হয়ে কথোপকথনে লিপ্ত ছিল। পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের বিষয় চ্যালেঞ্জ করে সামগ্রীক বিষয় জানতে চাইলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে।
এ সময় পুলিশ তাদের ধাওয়া করে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ থেকে আটক করে। তাদের কাছে থাকা ১ টি ব্যাগ থেকে অতি গুরুত্বপূর্ণ হাতে আঁকা ১ টি সঙ্কেতিক ম্যাপ,২ জোড়া কালো হ্যান্ডগ্লভস, ব্লাক কসটেপ,৬ টি ওষুধের কৌটা যার মধ্যে ১৩টি ছোট আকারের এবং একটু বড় আকারের ৬টি প্লাস্টিকে গুলি সদৃশ্য বস্তু রয়েছে, ১০ গজ ফয়েল পেপার, ৩০-৪০টি কার্বন পেপার, সেভিং রেজার ও ব্লেড জব্দ করা হয়েছে, ম্যগনেটিক পেপার,৪ টি মোবাইল ফোন উদ্ধর করা হয়।
বড় ধরণের কোন নাশকতার পরিকল্পনায় তারা জরো হয়েছিল এবং তাদের সাথের আরও কিছু সদস্য কাছাকাছি রয়েছে বলে পুলিশের ধারণা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ।আমাদেরকে জনান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কলাপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সন্দেহভাজন ৪ জনকে আটক করা সম্ভব হয়েছে।