
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার গদাইপুরে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষদের হামলা, মারপিটে লাচ্ছু খাঁ নামের এক যুবক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতের মাথার আঘার গুরুতর ,বুক ,পিটে রড দিয়ে পেটানো হয়েছে বলে জানাগেছে। এ ঘটনায় উল্টো অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে চিকিৎসাধীন লাচ্ছু আশঙ্কা করছেন । গদাইপুরে মৃতঃ আনার আলী খাঁর ছেলে লাচ্ছু অভিযোগ করেছেন, রোববার সকাল ৯ টার দিকে বসতবড়ি সংলগ্ন ক্রয়কৃত জমিতে বিক্রী করা গাছ ক্রেতা সাদ্দাম নামের এক ব্যক্তি জন নিয়ে কাটছিলো ।
আহত যুবকের মা কমলা জানান , এ সময় পিছন থেকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ স্থানীয় মৃত, সাকাত সরদারের ছেলে সাহেব ,আয়ুব ,ইলিয়াস রড, লাঠিসোটা দিয়ে আক্রমন করলে লাচ্ছুর মাথা ফেটে যায় এবং বেধড়ক পিটুনিতে বুক ,পিট হাত,পায়ে জখম হলে দ্রুত উপজেলা স্বাস্হ্যকমপ্লেস্কে এনে ভর্তি করা হয় । বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে । এ ঘটনায় লাচ্ছুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।