
নিউজ ডেস্কঃ গাংনী উপজেলার বামুন্দী-কাজীপুর রাস্তায় গাছ ফেলে নৈশ কোচে ও ট্রাকে ডাকাতি হয়েছে। আজ রবিবার ভোর ৩টার দিকে হাড়াভাঙ্গা-বালিয়াঘাট মাঠের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ শ্যামলী পরিবহন, ফাতেমা পরিবহন, জেআর, পণ্যবাহী ট্রাক, স্যালোইঞ্জিনচালিত আলগামন ও মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
শ্যামলী পরিবহনের হেলপার শাহ আজিজ আমাদেরকে জানান, ভোর ৩ টার দিকে কাজীপুর হয়ে বামুন্দী আসার সময় মাঠের মধ্যে গাছ ফেলে গাড়ি থামান। ৬/৭ জনের ডাকাত দল গাড়ির ভেতরে উঠেই একজন যাত্রীর কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গাড়ির স্টাফদের কাছে থাকা মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। ফাতেমা পরিবহনের হেলপার মিজানুর রহমান জানান, শ্যামলী পরিবহনের গাড়িতে ডাকাতি দেখে আমাদের গাড়ি উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছিলো চালক। এসময় কয়েক জন ডাকাত এসে গাড়ির সামনের গ্লাসে আঘাত করে গ্লাসটি ভেঙ্গে দেয়। পরে গাড়ির চালকের কাছে থাকা চালানপত্রের কিছু নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে জেআর পরিবহন, একটি পণ্যবাহী ট্রাক, স্যালোইঞ্জিন চালিত আলগামনের মাছ ব্যবসায়ী ও সাইকেল যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। গাংনী ওসি আনোয়ার হোসেন জানান, ডাকাতরা রাস্তায় গাছ ফেলেছিল। কিন্তু তাৎক্ষনিকভাবে পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের ডাকাতি করতে পারেনি। তাছাড়া ওই রাস্তায় তেমন গাড়ি চলে না।