News71.com
 Bangladesh
 19 Mar 17, 03:41 PM
 230           
 0
 19 Mar 17, 03:41 PM

গাইবান্ধা জেলা বিএনপির সম্মেলনে সাদিক সভাপতি ও টিটুল সাধারণ সম্পাদক নির্বাচিত

গাইবান্ধা জেলা বিএনপির সম্মেলনে সাদিক সভাপতি ও টিটুল সাধারণ সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্ক : গাইবান্ধা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সভাপতি ও মাহমুদুন নবী টিটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (১৮ মার্চ) রাত ৮ টায় নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান মন্ডল এ ফলাফল নিশ্চিত করেন। এর আগে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে মোট ১৭১ টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনটি পদে প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৪৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহমুদুন নবী টিটুল ৬১৪ ভোট পয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী মিজানুর রহমান পান ৩৮৩ ভোট।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন মোশারফ হোসেন বাবু, মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ১৪৮ জন। এরমধ্যে এক হাজার ৯৮ জন তাদের ভোটাধিকার প্রযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন