
নিউজ ডেস্ক : বর্তমান সরকার তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্পে ব্যাপক অবদান রাখছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমিতে তাঁতপল্লি গড়ে তোলা হচ্ছে। করা হচ্ছে বেনারসি পল্লি। এ শিল্পের উন্নয়নে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে, যা যা করণীয় আমরা করবো। আজ রোববার (১৯ মার্চ) বেলা সোয়া ১২ টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচিত হবেন; শুধু নেতা হয়ে বসে থাকলে হবে না; তাঁতীদের উন্নয়নে কাজ করতে হবে-এগিয়ে আসতে হবে। জামদানির স্বত্ব (পেটেন্ট) নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্বত্ব নিতে আমাদের অন্য দেশের সঙ্গে জিততে হয়েছে। সরকার স্বত্ব নিতে সক্ষম হয়েছে। জামদানি এখন শুধুই বাংলাদেশের। এটা আমাদের একটা বড় অর্জন।