
নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে গাছের নিচে চাপা পড়ে ১ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসেন জানান, ঢাকার চন্দ্রিমা উদ্যানের লেক রোডে একটি গাছ ভেঙে চলন্ত মোটরসাইকেল আরোহীর ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।