News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:21 AM
 223           
 0
 19 Mar 17, 10:21 AM

রাঙামাটির রাঙ্গাপানি এলাকা থেকে ৩ সন্ত্রাসী আটক।।

রাঙামাটির রাঙ্গাপানি এলাকা থেকে ৩ সন্ত্রাসী আটক।।

নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় তাদের আটক করা হয় বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। আটককৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের প্রশাসনিক সহকারী কালো বরুণ চাকমা প্রকাশ কালাইয়া (৩৮), সংগঠনের কালেক্টর রোনেল চাকমা প্রকাশ তব্ল (৩২) এবং সহকারী কালেক্টর জিকন তঞ্চ্যাঙ্গ্যা (২৮)।

এ সময় তাদের কাছ থেকে এমটি কার্তুজ ,নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ওয়ান ব্যাংকে টাকা জমা দেয়ার স্লিপ, পকেট নোট বুক, ব্যক্তিগত ডায়েরি, চাঁদার হিসাব খাতা, চাঁদা আদায়ের রশিদ, বন বিভাগের সিল মোহর, ওয়ান ব্যাংকের চেক বই, জেএসএস সশস্ত্র গ্রুপের তালিকা, সুজন চাকমা নামের একটি ন্যাশনাল আইডি কার্ড, সশস্ত্র সংগ্রামের বই এবং একটি মোবাইল সিম উদ্ধার করা হয়। রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাদ্দেস জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন