News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:18 AM
 220           
 0
 19 Mar 17, 10:18 AM

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে ট্রাকে সংঘর্ষ, নিহত ২।।

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে ট্রাকে সংঘর্ষ, নিহত ২।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। থেমে থাকা ১ টি ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার ভোর সাড়ে ৪ টার দিকে গড়াই-সখিপুর সড়কের একপাশে থেমে থাকা ট্রাকের সামনে ৪ জন দাঁড়িয়েছিলেন। তাঁরা কলা ব্যবসায়ী বলে জানা গেছে। এ সময় ওই ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলে ২ জন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। মির্জাপুর বাশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন