
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওরে ঝড়ে মারা গেছেন ১ কৃষক। পাশাপাশি বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি। শিলাবৃষ্টি এবং ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি ছাড়াও ২ টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকবাসী জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ছোট বৈণ্যা গ্রামের কৃষক আ. আওয়াল (৫০) ক্ষেতে কৃষি কাজ করছিল। শনিবার বিকালে হঠাৎ প্রচন্ড শীলা বৃষ্টি ও ঝড়ের সময় তিনি মাঠ থেকে দৌঁড়ে পাশ্ববর্তী কোমর আলীর বাড়িতে আশ্রয় নেন। ঝড়ের বেগ আরো বেড়ে যাওয়ার ওই বাড়ির একটি ঘর উপড়ে পড়ে যায়। এসময় ঘরের খুঁটির আঘাতে আশ্রয় নেয়া কৃষক আওয়ালের তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।