
নিউজ ডেস্কঃ জয়পুরহাট রেল স্টেশনের অদূরে অজ্ঞাতনামা আড়াই বছরের কন্যা শিশুকে নিয়ে মা ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের তেঘর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘর রেলগেট এলাকায় ওই মা ও মেয়েকে নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন ঢোকার পূর্ব মুহুর্তে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে আত্মহত্যাকারী মায়ের আনুমানিক বয়স ৩৫ বছর ও মেয়ের বয়স অড়াই বছর হবে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই সামিরের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করেন। মা ও মেয়ে অত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানান এসআই সামির।